'নিম্মমানের' সামগ্রী দিয়ে স্কুল বাড়ি সংস্কার, প্রতিবাদ করায় গ্রামবাসীকে মারধরের অভিযোগ TMC নেতার বিরুদ্ধে

Continues below advertisement

নিম্মমানের সামগ্রী দিয়ে স্কুল বাড়ি সংস্কারের প্রতিবাদ করায় এক গ্রামবাসীকে মারধরের অভিযোগ Trinamool Congress নেতার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের মকরামপুর গ্রামে। BJP-র কটাক্ষ, এতেই স্পষ্ট Trinamool Congress কাটমানির সরকার। এই নিয়ে Trinamool Congres-এর প্রতিক্রিয়া মেলেনি। তবে অভিযুক্ত Trinamool Congress নেতার সাফাই, ওই ব্যক্তি মত্ত অবস্থায় এই কাজ  করায় তিনি মারধর করেন। ভাইরাল হওয়ায় ভিডিওর সত্য়তা যাচাই করেনি ABP Ananda।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram