বিধি মেনে লোকাল চালাতে তৈরি, বৈঠকের আগে রাজ্যকে চিঠি পূর্ব রেলের; স্টাফ স্পেশ্যাল ট্রেনে ওঠার দাবিতে হুগলির একাধিক স্টেশনে বিক্ষোভ
Continues below advertisement
লোকাল ট্রেন চালু নিয়ে রেল-রাজ্য বৈঠকের দিনই যাত্রী বিক্ষোভ হুগলির বিভিন্ন স্টেশনে। স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে, এই দাবিতে আজ সকালে বৈদ্যবাটিতে রেল অবরোধ করেন যাত্রীরা। পাশাপাশি, বৈদ্যবাটি স্টেশনের কাছে রাস্তাও অবরোধ করা হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। অবরোধের জেরে আটকে রয়েছে স্টাফ স্পেশাল ট্রেন। শুধু বৈদ্যবাটিতেই নয়, একই দাবিতে রিষড়া ও শেওড়াফুলিতেও শুরু হয় অবরোধ।
রাজ্যে রেল চালানো নিয়ে সিদ্ধান্ত নিতে আজ নবান্নে বৈঠক রেল ও রাজ্যের। তার আগেই রাজ্যকে চিঠি দিল পূর্ব রেল। জানানো হল, স্বাস্থ্যবিধি মেনে লোকাল চালাতে প্রস্তুত রেল। তাদের দাবি, আগে এ নিয়ে চিঠিও দেওয়া হয়েছে রাজ্যকে। পূর্ব রেলের তরফে অনুরোধ করা হয়েছে, নবান্নের বৈঠকে যেন রাজ্যের পুলিশ প্রতিনিধিরাও উপস্থিত থাকেন। বৈঠকে রাজ্য পুলিশের ডিজি-কে থাকতে অনুরোধ করা হয়েছে।
রাজ্যে রেল চালানো নিয়ে সিদ্ধান্ত নিতে আজ নবান্নে বৈঠক রেল ও রাজ্যের। তার আগেই রাজ্যকে চিঠি দিল পূর্ব রেল। জানানো হল, স্বাস্থ্যবিধি মেনে লোকাল চালাতে প্রস্তুত রেল। তাদের দাবি, আগে এ নিয়ে চিঠিও দেওয়া হয়েছে রাজ্যকে। পূর্ব রেলের তরফে অনুরোধ করা হয়েছে, নবান্নের বৈঠকে যেন রাজ্যের পুলিশ প্রতিনিধিরাও উপস্থিত থাকেন। বৈঠকে রাজ্য পুলিশের ডিজি-কে থাকতে অনুরোধ করা হয়েছে।
Continues below advertisement