এক ঝলকে: হেমতাবাদের বিজেপি বিধায়ককে খুনের অভিযোগে আজ ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বনধের ডাক, কৌশিকী অমাবস্যায় বন্ধ থাকবে তারাপীঠ মন্দির, সঙ্গে আরও খবর
হেমতাবাদে বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যু। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের। এই ঘটনার প্রতিবাদে উত্তরবঙ্গ জুড়ে বিজেপির ১২ ঘণ্টার বন্ধ। কোচবিহারে সকাল থেকেই উত্তেজনা। কৌশিকী অমবস্যায় বন্ধ থাকবে তারাপীঠ মন্দির। দলের অন্দরে দুর্নীতি নিয়ে মালদায় গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র মঙ্গলকোট। পুরুলিয়ায় বজ্রপাতে মৃত ২। করোনায় মৃত্যু হুগলির আমলার।
Tags :
Uttar Dinajpur ABP News Live Bengali Ek Jhalake ABP Ananda LIVE Cooch Behar Purulia Hooghly Abp Ananda