এক ঝলকে: রীতি মেনে বাঁকুড়ার কোষ্ঠিয়ার জমিদারবাড়িতে দেবী বন্দনা, করোনা আক্রান্তের সংখ্যায় উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা
Continues below advertisement
বিমল গুরুঙ্গয়ের বিরুদ্ধে পাহাড়ে মিছিল করলেন বিনয় তামাঙ্গ গোষ্ঠীর যুব মোর্চার সমর্থকরা। শনিবার মিছিল বের করেছিলেন গুরুঙ্গয়ের সমর্থকরা। গুরুঙ্গয়ের পক্ষে বিপক্ষে মিছিল ২৪ ঘণ্টার ব্যবধানে। ভারত-চিন সীমান্তে শান্তি চায় ভারত। কিন্তু এক ইঞ্চি জমি ছাড়বে না ভারত, দার্জিলিংয়ের শুকনায় অস্ত্র পুজো করে মন্তব্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে উত্তর ২৪ পরগনা। বাগনানে জমি বিবাদের জেরে বিজেপি নেতাকে গুলি, দাবি তৃণমূল বিধায়কের। ব্যাঙ্কের জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খুলতে সাহায্যের নামে প্রতারণা, দুর্গাপুর থেকে ধৃত ১। মূল অভিযুক্ত ফেরার। জমিদার নেই, নেই জমিদারিও। তবু প্রথা মেনেই বাঁকুড়ার কোষ্ঠিয়ার রাজবাড়িতে হল দেবী বন্দনা।
Continues below advertisement