এক ঝলকে: গয়েশপুরকাণ্ডের প্রতিবাদে নদিয়ার কল্যাণীতে বিজেপির ১২ ঘণ্টার বনধ, তবে সচল এলাকা, সঙ্গে অন্য খবর
Continues below advertisement
লোকাল ট্রেন চালানো নিয়ে আজ বিকেলে নবান্নে রেল-রাজ্য বৈঠক। বৈঠকের আগে আজ হুগলির বৈদ্যবাটিতে স্টেশনে যাত্রী-বিক্ষোভ। আজ নিয়ে ৩ দিন হতে চলল, কিন্তু এখনও শুরু করা গেল না দুর্গাপুর ব্যারেজের ভাঙা লকগেটের মেরামতির কাজ। দুপুরের পর শুরু হতে পারে কাজ। প্রস্তুত রাখা হচ্ছে জলের পাউচ। নদিয়ার কল্যাণীতে আজ বিজেপির ডাকা ১২ ঘণ্টা বনধ। ইতিমধ্যেই বিজেপি কর্মীরা মিছিল শুরু করেছে। তবে বনধে এলাকায় তেমন কোনও সাড়া পড়েনি। দোকানপাট খোলা, চলছে যানবাহনও। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বিনয় তামাঙ্গ, অনিত থাপার। গুরুঙ্গয়ের প্রত্যাবর্তনের পর একমাসের পাহাড় সফরে রাজ্যপাল। ষড়যন্ত্র করতেই পাহাড়ে, কটাক্ষ তৃণমূলের। বিজেপির। বিজেপিতে এলে স্বাগত শুভেন্দুকে, মন্তব্য সৌমিত্র খাঁ’র।
Continues below advertisement