TOP District News Morning: মুখ্যমন্ত্রীকে 'ডাকাত রানি' বলে আক্রমণ অধীরের, এবার ‘দুয়ারে’ মুখ্যমন্ত্রী ও অন্য খবর
উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুতে ফের ময়নাতদন্তের নির্দেশ দিল জলপাইগুড়ি আদালত। ১০ ডিসেম্বরের মধ্যে ময়নাতদন্তের নির্দেশ। পরিবারের সদস্য, তিন চিকিৎসকের সামনে হবে ময়নাতদন্ত, করতে হবে ভিডিওগ্রাফি, নির্দেশ আদালতের।Ulen Roy-র মৃত্যু নিয়ে মিথ্যে কথা বলছে পুলিশ। ট্যুইটে ভিডিও প্রকাশ করে দাবি Kailash Vijayvargiya-র। রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। উত্তরকন্যা অভিযানে ছিল সশস্ত্র বহিরাগতরা। কাছ থেকে শটগানের গুলিতে বিজেপি কর্মীর মৃত্যু, ট্যুইট রাজ্য পুলিশের। রাতে কেন ময়না তদন্ত? তদন্ত শুরুর আগেই পুলিশের ট্যুইট, কটাক্ষ BJP-র। উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যু তদন্তে সিআইডি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ পুলিশের। নদিয়ার গয়েশপুর শ্যুটআউট। পশ্চিম বর্ধমানে এবার সাংসদের সমর্থনে পোস্টার। সিউড়িতে প্রশাসক বদল। দাদার অনুগামীদের কার্যালয় খোলার দুদিনের মধ্যে কোপ। দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কৃত পুরুলিয়ায় তৃণমূলের জেলা সম্পাদক। চোরেদের দল, বহিষ্কারের পরই নিশানা তৃণমূলকে। মুখ্যমন্ত্রীকে 'ডাকাত রানি' বলে কটাক্ষ অধীর চৌধুরীর। কাউন্সিলরদের মন বুঝতে তৃণমূল ভবনে ফিরহাদ হাকিমের বৈঠক।