এক ঝলকে: জলপাইগুড়িতে পুজো দিলেন সুজাতা, 'দুষ্টচক্র' থেকে বেরিয়ে আসার বার্তা সৌমিত্রকে ও অন্য খবর

Continues below advertisement
বিজেপির আদি বনাম নব্যের লড়াইয়ে আসানসোলে ধুন্ধুমার। পুরনোদের গুরুত্ব না দেওয়ার অভিযোগ। মেনন-বাবুলের সামনেই বিক্ষোভ। পরে বাবুলের (Babul Supriyo) আশ্বাসে নিয়ন্ত্রণে।

বিজেপির (BJP) আদি বনাম নব্যের লড়াইয়ে রণক্ষেত্র বর্ধমান (Burdwan)। পার্টি অফিসে তাণ্ডব। সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন। বর্ধমানে বিজেপির অফিসে হামলার ঘটনায় ৭ দলীয় কর্মী আটক।

কেশপুরে তৃণমূলের পার্টি অফিসে হামলা। মানতে নারাজ বিজেপি।

চন্দননগরে বিজেপির র‍্যালিতে গোলি মারো স্লোগান। নেতাসহ গ্রেফতার ৩। তৃণমূলের মিছিলে একই স্লোগানে কেন গ্রেফতার নয়? প্রশ্ন বিজেপির। নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের।

বিজেপিতে যোগ দিতে চান রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছেলে।

দল ও পরিবারের মঙ্গল কামনায় জলপাইগুড়িতে পুজো দিলেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। নাম না করে সৌমিত্র খাঁ-কে দুষ্টচক্র থেকে বেরিয়ে এসে ফের সংসার করার বার্তা দিলেন তিনি।

রেলের রাত্রিকালীন বিশেষ ভাতা তুলে দেওয়ার প্রতিবাদ। হাওড়া স্টেশনে বিক্ষোভ স্টেশনমাস্টারদের।

দর্শকদের জন্য নতুন উপহার। শিলিগুড়িতে বেঙ্গল সাফারি পার্কে পর্যটকদের সামনে আনা হল তিনটি ব্যাঘ্রশাবক।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram