এক ঝলকে: জয়নগরে এবার প্রতিটি দুর্গাপুজোর থিম সত্যজিৎ রায়, সঙ্গে অন্য খবর

কয়েকঘণ্টার মধ্যে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে প্রৌঢ়া খুনের কিনারা। গ্রেফতার পুত্রবধূ ও পুরোহিত। মৃতার বৌমার সঙ্গে বাড়ির পুরোহিতের বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলাতেই খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। পাম্পের থেকে বেরোচ্ছে বুদবুদ, এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে হলদিয়ার খড়িবেরিয়া গ্রামে।
পাশাপাশি, ওই গ্যাসেই চলছে রান্নাবান্নাও। জৈব গ্যাস বেরোচ্ছে বলে অনুমান বিজ্ঞানমঞ্চের সদস্যদের। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এবার প্রতিটি দুর্গাপুজোর থিম সত্যজিৎ রায়। সপ্তমীর দিন মণ্ডপে মণ্ডপে বাজবে তাঁর সিনেমার গানও। বীরভূমের নলহাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস। আহত ২০-২৫ জন বাসযাত্রী। সোদপুরে চিকিৎসক দম্পতির মোবাইলের সিমকার্ড ক্লোন করে উড়িষ্যার সম্বলপুর থেকে চেকের মাধ্যমে ২১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।   

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola