'বন্ধু দেখা হবে', মূল বিধায়ক শীলভদ্র দত্তর গেরুয়া রঙের ফেসবুক পোস্ট, আরও খবর দেখুন এক ঝলকে

Continues below advertisement

আজ আলিপুরদুয়ারে এসপি অফিস ঘেরাও কর্মসূচি বিজেপি যুব মোর্চার। সব নাটক, কটাক্ষ তৃণমুলের। 'বন্ধু দেখা হবে', জ্যোতিপ্রিয়র সঙ্গে সাক্ষাৎ এড়ানোর পরেই শীলভদ্রের  (Shilbhadra Dutta)পোস্টে জল্পনা। "পুরনো বন্ধুদের কথা বলছি, জাতীয় পতাকাতেও তো আছে গেরুয়া," ব্যাখ্যা বিধায়কের। পিংলায় পারিবারিক অশান্তির জেরে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে স্ত্রীকে খুনের অভিযোগ। দ্বিতীয়বার মেয়ে হওয়ায় স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর, নরেন্দ্রপুর থানা এলাকার ঘটনা। কালনায় দুয়ারে সরকার কর্মসূচি থামিয়ে তৃণমূলের দলীয় সভা। "মাত্র আধঘণ্টা সভা হয়েছে," সাফাই মন্ত্রীর। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আক্রান্ত বিজেপি। শুভেন্দু নিয়ে জল্পনার মধ্যে উত্তপ্ত নন্দীগ্রাম। নন্দকুমারে ফের শাসক-দ্বন্দ্ব প্রকাশ্যে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram