এক ঝলকে: ডায়মন্ড হারবারে J P Nadda-র কনভয়ে হামলার কান্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট রাজ্যপালের, J P Nadda-র কনভয়ে হামলার কান্ডে স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের, সঙ্গে অন্য খবর

Continues below advertisement
পরিস্থিতি সামলানো যেত। ডায়মন্ড হারবারে J P Nadda-র কনভয়ে হামলার কান্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট রাজ্যপালের।  J P Nadda-র জন্য ছিল না যথেষ্ট নিরাপত্তাও। উল্লেখ রিপোর্টে। খবর সূত্রের। ডায়মন্ড হারবারে J P Nadda-র কনভয়ে হামলার কান্ডে স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের। গ্রেফতার সাত দুষ্কৃতী। ধৃতরা প্রত্যেকেই ঘটনার সময় উপস্থিত ছিল বলে দাবি পুলিশের।  ডায়মন্ড হারবারে J P Nadda-র কনভয়ে হামলায় জখন Kailash Vijayvargiya-ও। বাঁ হাতের লিগামেন্ট ছিঁড়েছে। উল্লেখে মেডিকেল রিপোর্টে। Mukul Roy-কে ফোন করে ঘটনার খোঁজ নেন Amit Shah। ডায়মন্ড হারবারে J P Nadda-র কনভয়ে হামলা। প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পথ অবরোধ BJP-র। এর জন্য কিছুক্ষণের জন্য ৫১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। সঙ্গে দেখুন অন্য খবর। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram