এক ঝলকে: Top news in a nutshell : সব গুরুত্বপূর্ণ খবর রইল এক ঝলকে

Continues below advertisement
দুদিনের সফরে রাজ্যে Amit Shah। আজ একগুচ্ছ সভা। Suvendu Adhikari-সহ Trinamool Congress ত্যাগী একাধিক নেতার BJP-তে যোগদানের সম্ভাবনা। মেদিনীপুরে  সিদ্ধেশ্বরী ও মহামায়া মন্দিরে পুজো দেবেন Amit Shah। মন্দিরে। মেদিনীপুর শহরে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। Amit Shah সফর সূচি অনুযায়ী মেদিনীপুরের বালিঝুড়ি গ্রামে তফশিলি জাতীর প্রতিনিধির বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন Amit Shah। পশ্চিম মেদিনীপুরে জেলা Trinamool Congress-এ ভাঙন। দল ছাড়লেন জেলা Trinamool Congress-এর সাধারণ সম্পাদক স্নেহাশিস ভৌমিক। Trinamool Congress ছাড়লেন মেদিনীপুরের বিদায়ী পুরপ্রধানও। রবিবার বীরভূমে রোড শো। ওই দিনই দিল্লি ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সিপিএমে থেকে কাজ করা সম্ভব হচ্ছে না। BJP-তে যাওয়ার ইঙ্গিত হলদিয়ার সিপিএম বিধায়কের। Dilip Ghosh-এর সঙ্গে বিধায়কের ছবি ভাইরাল। বিশ্বাসঘাতক বলে আক্রমণ সিপিএম নেতৃত্বের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram