এক ঝলকে: পূর্ব বর্ধমান থেকে পরিবর্তনের ডাক J P Nadda-র, আজ যুব TMC-এর পাল্টা সভা

Continues below advertisement
বাংলায় পরিবর্তনে মনস্থির করেছেন সবাই। শনিবার একদিনের রাজ্য সফরে এসে পূর্ব বর্ধমান থেকে বাংলায় পরিবর্তনের ডাক দিলেন জে পি নাড্ডা (J P Nadda)। বাংলার মন পাবে না বিজেপি (BJP)। পাল্টা জবাব তৃণমূলের। বর্ধমানে রোড শো করে শক্তি প্রদর্শন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। ক্লক টাওয়ার থেকে কার্যন গেট পর্যন্ত করলেন এক কিলোমিটার র‌্যালি (Rally)। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল (TMC)। আজ নাড্ডার পাল্টা সভা করবে যুব তৃণমূল। টাউন হল থেকে গোলাম পার্ক থেকে হবে আড়াই কিলোমিটার র‌্যালি। রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে কৃষক সুরক্ষা অভিযান শুরু করলেন নাড্ডা। পাঁচটি পরিবার থেকে করলেন চাল সংগ্রহ। কৃষকের বাড়িতে সারলেন মধ্যাহ্নভোজ। দিল্লিতে আন্দোলনে কৃষকরা। সেখানে যাচ্ছেন না কেন? পাল্টা প্রশ্ন তৃণমূলের। সঙ্গে দেখুন অন্য খবর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram