এক ঝলকে: Firhad Hakim-কে বিস্ফোরক চিঠি Jitendra Tiwari-র, ক্ষোভ প্রশমনে আগামীকাল বৈঠক

Continues below advertisement
রাজনৈতিক কারণে আসানসোল পুরসভাকে কেন্দ্রের দুই প্রকল্পের সাড়ে তিন হাজার কোটি টাকা নিতে দেওয়া হয়নি। আসানসোলের উন্নয়নে টাকা দেয়নি পুর দপ্তরও। পুর মন্ত্রীকে বিস্ফোরক চিঠি Jitendra Tiwari-র। আসানোসোলের পুর প্রশাসক Jitendra Tiwari-কে ফোন Firhad Hakim-এর। কাল সন্ধ্যা ৬টায় ক্যামাক স্ট্রিটে বৈঠক। সূত্রের খবর, বৈঠকে থাকতে পারেন Prashant Kishore। এবার Suvendu Adhikari-র সমর্থনে পোস্টার রানীগঞ্জে। আজ সকালে রানীগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে পোস্টারগুলি দেখা যায়। Trinamool Congress-এর দাবি, এটা BJP-র কাজ। অভিযোগ অস্বীকার BJP-র। নদিয়ার কৃষ্ণনগরে সদর হাসপাতাল মোড়ে ফের Suvendu Adhikari-র নামে পড়ল ফ্লেক্স। নদিয়া জেলায় দাদার অনুগামী নামে ফ্লেক্সে লেখা 'আমরা চলি দাদার সাথে, কে আমাদের বাঁধবে, সোনার চামচ মুখে যাদের কাঁদবে তারা কাঁদবে। ভাগীরথীর ভাঙন রুখতে বাঁধ মেরামতির দাবি। কল্যানী-চাকদা রোড অবরোধ করে বিক্ষোভ শতাধিক মানুষের। মঞ্চ বেঁধে আন্দোলন। বাঁধ তৈরির প্রস্তাব অনুমোদিত হলে কাজ শুরু হবে। আশ্বাস প্রশাসনের। সঙ্গে দেখুন অন্য খবর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram