এক ঝলকে: Firhad Hakim-কে বিস্ফোরক চিঠি Jitendra Tiwari-র, ক্ষোভ প্রশমনে আগামীকাল বৈঠক
Continues below advertisement
রাজনৈতিক কারণে আসানসোল পুরসভাকে কেন্দ্রের দুই প্রকল্পের সাড়ে তিন হাজার কোটি টাকা নিতে দেওয়া হয়নি। আসানসোলের উন্নয়নে টাকা দেয়নি পুর দপ্তরও। পুর মন্ত্রীকে বিস্ফোরক চিঠি Jitendra Tiwari-র। আসানোসোলের পুর প্রশাসক Jitendra Tiwari-কে ফোন Firhad Hakim-এর। কাল সন্ধ্যা ৬টায় ক্যামাক স্ট্রিটে বৈঠক। সূত্রের খবর, বৈঠকে থাকতে পারেন Prashant Kishore। এবার Suvendu Adhikari-র সমর্থনে পোস্টার রানীগঞ্জে। আজ সকালে রানীগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে পোস্টারগুলি দেখা যায়। Trinamool Congress-এর দাবি, এটা BJP-র কাজ। অভিযোগ অস্বীকার BJP-র। নদিয়ার কৃষ্ণনগরে সদর হাসপাতাল মোড়ে ফের Suvendu Adhikari-র নামে পড়ল ফ্লেক্স। নদিয়া জেলায় দাদার অনুগামী নামে ফ্লেক্সে লেখা 'আমরা চলি দাদার সাথে, কে আমাদের বাঁধবে, সোনার চামচ মুখে যাদের কাঁদবে তারা কাঁদবে। ভাগীরথীর ভাঙন রুখতে বাঁধ মেরামতির দাবি। কল্যানী-চাকদা রোড অবরোধ করে বিক্ষোভ শতাধিক মানুষের। মঞ্চ বেঁধে আন্দোলন। বাঁধ তৈরির প্রস্তাব অনুমোদিত হলে কাজ শুরু হবে। আশ্বাস প্রশাসনের। সঙ্গে দেখুন অন্য খবর।
Continues below advertisement
Tags :
WB Polls 2021 With ABP Ananda ABP Ananda Ek Jhalake Jitendra Tiwari Khobor Bangla Khabar Bangla News Live News Bangla Bangla News Live Bangla News Bengali News Live Bengali News Bangla Khabar Ajker Khobor Ajker Bangla Khabar ABP Ananda Digital ABP Ananda LIVE ABP Ananda Bengali News Trinamool Congress Congress WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda Bengal Polls WB Election WB Polls West Bengal Assembly Elections 2021 West Bengal Assembly Elections West Bengal Assembly Election West Bengal Elections 2021 West Bengal Election 2021 West Bengal Elections West Bengal Election WB Polls 2021 Mamata Banerjee Bengal Election 2021 Bengal Elections Suvendu Adhikari