Ek Jhalake: Sujapur-এ Plastic factory-তে বিস্ফোরণের ঘটনায় তদন্তে STF, বিস্ফোরণস্থলে BJP-কে ঢুকতে বাধার অভিযোগ, সঙ্গে অন্য খবর
Continues below advertisement
মালদার Sujapur-এ Plastic factory-তে বিস্ফোরণের ঘটনায় তদন্তে STF। বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ তদন্তকারীদের। উপস্থিত ছিলেন জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। কারখানার শরিক, মালিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। বিস্ফোরণস্থলে BJP-কে ঢুকতে বাধার অভিযোগ। তৃণমূল (Trinamool Congress) আমলেই কেন পরপর বিস্ফোরণ, প্রশ্ন দিলীপের। কেন্দ্রের হস্তক্ষেপের দাবি। দুর্ঘটনাকে নিয়ে হইচই করা হচ্ছে, পাল্টা সমালোচনা ব্রাত্য বসুর (Bratya Basu)। বিস্ফোরণে নিহতদের বাড়িতে কংগ্রেসের প্রতিনিধিদল। ধানকাটাকে কেন্দ্র করে কোচবিহারের (Cooch Behar) দিনহাটায় তৃণমূলের (Trinamool Congress) গোষ্ঠীদ্বন্দ্ব। এলাকায় বোমাবাজির অভিযোগ। গোষ্ঠীদ্বন্দ্ব নয়, ব্যক্তিগত বিষয় নিয়ে গণ্ডগোল বলে মন্তব্য দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর। 'গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল শেষ হয়ে যাবে', কটাক্ষ BJP-র। সঙ্গে দেখুন অন্য খবর।
Continues below advertisement
Tags :
West Bengal Assembly Election 2020 Sujapur Plastic Factory Stf ABP Ananda LIVE Bratya Basu Cooch Behar Malda Blast Abp Ananda BJP Dilip Ghosh