শীত বাড়বার সঙ্গে সঙ্গে Covid-19 সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা

Continues below advertisement

সকলেরই প্রিয় শীত হয়ে উঠতে পারে আতঙ্কের। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে করোনার সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে দাবি করলেন চিকিৎসকরা। এই অবস্থায় করোনা বিধি মেনে চলা ছাড়া উপায় নেই। বলছেন বিশেষজ্ঞরা। শ্বাসযন্ত্র বা ফুসফুসে যে ধরণের ভাইরাসের সংক্রমণ শীতকালে বেড়ে যায় নোভেল করোনা ভাইরাসও সেই গোত্রেরই। তাই পারদ নামার সঙ্গে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। উৎসবের আবহে দূরত্ববিধি না মানলেও যে আশঙ্কা থাকছে বলেই মনে করিয়ে দিয়েছেন চিকিৎসকরা।
ফ্রান্স, ইংল্যান্ড, ডেনমার্ক, হাঙ্গেরির মতো দেশেগুলিতে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ। এবার ভারতও শীতের দোরগোড়ায়। এই অবস্থায় শীত বাড়লে করোনা পরিস্থিতি সামাল দেওয়া নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা।
সংক্রমণ বেড়ে যাওয়ায় উত্তরপ্রদেশ, পঞ্জাব ও হিমাচলপ্রদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram