হালিশহরে BJP-র বুথ সভাপতিকে পিটিয়ে খুনের ঘটনায় কী বলছেন বিশেষজ্ঞরা?

Continues below advertisement
রাজনৈতিক হিংসার জেরে BJP-র বুথ সভাপতিকে পিটিয়ে খুন করা হয়েছে। হালিশহরের ঘটনা। Trinamool Congress-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছে BJP। অভিযোগ, তাঁদের দলীয় কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। BJP-র গৃহ সম্পর্ক অভিযান চলছিল। সেই অভিযান চলাকালীন পিটিয়ে খুন করা হয়। যদিও Trinamool Congress সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। BJP-র গোষ্ঠী কোন্দোলেই খুন। এই নিয়েও আলোচনায় সুমন বন্দ্যোপাধ্যায়, প্রণয় রায়, দেবনারায়ণ সরকার, পঙ্কজ রায়। এছাড়াও রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্ত ও বিশ্বনাথ চক্রবর্তী।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram