ময়ূরেশ্বরে বিস্ফোরণের ২ ঘণ্টার মধ্যেই ভোলবদল! উড়ে যাওয়া টিনের চালের জায়গায় পড়ল খড়ের ছাউনি
Continues below advertisement
ময়ূরেশ্বরে বিস্ফোরণের ২ ঘণ্টার মধ্যেই ভোলবদল! উড়ে যাওয়া টিনের চালের জায়গায় পড়ল খড়ের ছাউনি!
তৃণমূল নেতার বাড়ির কাছে ক্লাবে বিস্ফোরণ। পুলিশ আসার আগেই তড়িঘড়ি ক্লাবের ভোলবদল! ‘ঘটনাস্থলে গিয়ে দেখা গিয়েছে ক্লাবের কোনও ক্ষতি হয়নি। ক্লাবের কাছে মিলেছে ১৫টি দেশি বোমা।’ বিস্ফোরণের ২ ঘণ্টা পরে গ্রামে ঢুকে রিপোর্ট পুলিশের। ‘বিস্ফোরণের খবর চাপতেই দেরীতে আসে পুলিশ।’ তড়িঘড়ি টিনের চাল বদল নিয়ে অভিযোগ বিজেপির। পটকা ফেটে বিস্ফোরণ, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।
তৃণমূল নেতার বাড়ির কাছে ক্লাবে বিস্ফোরণ। পুলিশ আসার আগেই তড়িঘড়ি ক্লাবের ভোলবদল! ‘ঘটনাস্থলে গিয়ে দেখা গিয়েছে ক্লাবের কোনও ক্ষতি হয়নি। ক্লাবের কাছে মিলেছে ১৫টি দেশি বোমা।’ বিস্ফোরণের ২ ঘণ্টা পরে গ্রামে ঢুকে রিপোর্ট পুলিশের। ‘বিস্ফোরণের খবর চাপতেই দেরীতে আসে পুলিশ।’ তড়িঘড়ি টিনের চাল বদল নিয়ে অভিযোগ বিজেপির। পটকা ফেটে বিস্ফোরণ, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।
Continues below advertisement