Farmers’ Protest: 'ভারতকে বহুজাতিক সংস্থার হাতে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে', তৃণমূল ভবন থেকে কেন্দ্রকে কটাক্ষ Kakali Ghosh Dastidar-র

Continues below advertisement

কৃষি আইন নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)। তিনি বলেন, 'কৃষকদের সমস্ত ক্ষমতা কেন্দ্র কুক্ষিগত করতে চেষ্টা করছে। অর্থাৎ রাজ্য থাকবে না, রাজ্যের কমিটি থাকবে না, কে সবটা দেখবেন? বহুজাতিক সংস্থা। ভারতকে বহুজাতিক সংস্থার হাতে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে।
এই দেশের মাটি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে ভারতের কেন্দ্রীয় সরকার। এরা ভারতের স্বাধীনতা সংগ্রামে কোনও ভূমিকা নেয়নি। স্বাধীন ভারতকে পরাধীন করতে চাইছে এই দল। অন্যদিকে দিল্লির কৃষক আন্দোলনে কৃষকদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আন্দোলনরত কৃষক নেতাদের সঙ্গে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফোনে নেতাদের সঙ্গে কথা বলেন তিনি। মমতা জানিয়েছেন, কৃষকদের দাবি ন্যায়সঙ্গত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram