Farmers' Protest: 'আলোচনা না করেই রাক্ষুসে কৃষি আইন', ট্যুইট মুখ্যমন্ত্রীর, আন্দোলনকারী কৃষকদের ফোন করে পাশে থাকার বার্তা

Continues below advertisement

কৃষকদের দিল্লি চলো অভিযানের সমর্থনে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ট্যুইট। তিনি লিখেছেন, "জোর করে কৃষি জমি অধিগ্রহণ করা যাবে না, এই দাবি নিয়ে ১৪ বছর আগে, ২০০৬-এর ৪ ডিসেম্বর, কলকাতায় ২৬ দিনের অনশনে বসেছিলাম। বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই রাক্ষুসে কৃষি আইন পাস করেছে কেন্দ্র। এই আইনের প্রতিবাদে আন্দোলনকারী কৃষকদের প্রতি আমার সহমর্মিতা জানাচ্ছি।" ফোনে আন্দোলনরত কৃষক নেতাদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চারবার ফোনে কৃষক নেতাদের সঙ্গে কথা হয় তাঁর। মমতা জানিয়েছেন কৃষকদের দাবি ন্যায়সংগত। TMC-ও কৃষি আইন বাতিলের দাবিতে সরব। সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে (Derek O’Brien) কৃষকদের কাছে পাঠিয়েছেন মমতা। তৃণমূলের প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন তাঁকে। আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলেন ডেরেক ও'ব্রায়েন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram