দেশের ৫৪৩টি টোল প্লাজায় আজ থেকে ফাস্ট্যাগ লেনে কড়াকড়ি
দেশের ৫৪৩টি টোল প্লাজায় আজ থেকে ফাস্ট্যাগ লেনে শুরু হচ্ছে কড়াকড়ি। ফাস্ট্যাগ স্টিকার লাগানো গাড়িই একমাত্র নির্দিষ্ট লেন দিয়ে যাবে। নগদে টোল দেওয়ার জন্য প্রতি টোল প্লাজায় থাকছে আপ ও ডাউনে একটি করে লেন। ভুল করে নগদের গাড়ি ফাস্ট্যাগ লেন ঢুকে পড়লে দিতে হবে দ্বিগুণ শুল্ক। এখনও দেশের প্রায় ৪০ শতাংশ গাড়িতেই ফাস্ট্যাগ স্টিকার লাগানো হয়নি। ফলে টোল প্লাজার ক্যাশ লেনে তৈরি হচ্ছে যানজট।
Tags :
Fastag