ফটাফট: সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি, বেপরোয়া গাড়ির ধাক্কায় কাদাপাড়ায় মৃত্যু পথচারীর
Continues below advertisement
সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার আরও অবনতি। সারা দিচ্ছেন না চিকিৎসায়। সৌমিত্রবাবুর অবস্থা সম্পর্কে জানানো হয়েছে পরিবারকে।
বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলার। আটক চালক ও সওয়ারি আটকে মারধর। পরে কাদাপাড়া মোড় অবরোধ। পরিস্থিতি সামালাতে ঘটনাস্থানে পৌঁছান ডিসি-ইসডি। যান বিধায়কও।
রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত আরও ৫৩। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮২৩জন। মোট আক্রান্ত ৪ লক্ষ ২৮ হাজার ৪৯৮জন। মৃত ৭ হাজার ৬১০। সুস্থতার হার ৯১.০৪ শতাংশ।
বিভিন্ন মন্দিরে কালীপুজোর পরের দিনও ভক্তদের ভিড়। দক্ষিণেশ্বর, কামাখ্যা, লেক কালীবাড়ি, করুণাময়ী সর্বত্রই অশুভ শক্তির বিনাশে শুভ শক্তির আরাধনা।
আলোয় সাজল গোটা রাজ্য। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজো হল। করোনা বিধি মেনেই হল পুজো। সঙ্গে দেখুন অন্য খবর।
বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলার। আটক চালক ও সওয়ারি আটকে মারধর। পরে কাদাপাড়া মোড় অবরোধ। পরিস্থিতি সামালাতে ঘটনাস্থানে পৌঁছান ডিসি-ইসডি। যান বিধায়কও।
রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত আরও ৫৩। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮২৩জন। মোট আক্রান্ত ৪ লক্ষ ২৮ হাজার ৪৯৮জন। মৃত ৭ হাজার ৬১০। সুস্থতার হার ৯১.০৪ শতাংশ।
বিভিন্ন মন্দিরে কালীপুজোর পরের দিনও ভক্তদের ভিড়। দক্ষিণেশ্বর, কামাখ্যা, লেক কালীবাড়ি, করুণাময়ী সর্বত্রই অশুভ শক্তির বিনাশে শুভ শক্তির আরাধনা।
আলোয় সাজল গোটা রাজ্য। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজো হল। করোনা বিধি মেনেই হল পুজো। সঙ্গে দেখুন অন্য খবর।
Continues below advertisement
Tags :
Alok Ananda 2020 Soumitra Chatterjee ABP Ananda LIVE Corona Road Accident Accident Kali Puja Diwali Abp Ananda