ফটাফট: আজ ফের BJP র হয়ে পথে নামবেন Sovan - Baisakhi, নন্দীগ্রামে Mamata ও অন্য খবর

Continues below advertisement
শুভেন্দু অধিকারীর দলত্যাগের পর আজ প্রথমবার নন্দীগ্রামে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী এই সভায় থাকছেন না বলে সূত্রের খবর। আজ যখন নন্দীগ্রামে সভা করবেন মমতা, তখন দক্ষিণ কলকাতায় সভা করবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সভা। টালিগঞ্জ থেকে রাসবিহারী অবধি পদযাত্রা। আজ অভিষেকের (Abhishek Banerjee) গড় বিষ্ণুপুরে সভা করবেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। বিধানসভা ভোটে বাংলায় লড়বে শিবসেনা। ফের রাজ্যে আসছেন জেপি নাড্ডা। ভোটের আগে পরিবর্তন যাত্রা করবে বিজেপি। র‍্যালিই হবে, পরিবর্তন হবে না, কটাক্ষ ফিরহাদের। বাম-কংগ্রেসের বৈঠকে মিলল না রফাসূত্র। ১৩০টি আসনে লড়তে চায় কংগ্রেস। আসনভিত্তিক আলোচনার পক্ষপাতী বামেরা, খবর সূত্রের। দু'দলেরই ঠাই যাদুঘরে, কটাক্ষ তৃণমূলের। বিদ্রোহে ইতি টানতেই 'পুরস্কৃত' শতাব্দী রায়। বীরভূমের সাংসদকে রাজ্য কমিটির সহ-সভাপতি করল তৃণমূল। তৃণমূলে আরও কোণঠাসা জিতেন্দ্র তিওয়ারি। আজ রাজ্যে প্রথম দফার দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ (Corona Vaccination)। শেষের অবশিষ্ট টিকার অপচয় নয়, ২০৭টি কেন্দ্রে নির্দেশ স্বাস্থ্যভবনের। আগামী সপ্তাহে দ্বিতীয় দফায় রাজ্যে আসছে কোভিশিল্ড (Covishield)। রাজ্যের সমস্ত ভ্যাকসিন ভ্যানের গতিবিধিতে নজরদারি রাখতে জিপিএস (GPS) বসাল স্বাস্থ্য দফতর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram