ফটাফট: করোনা আবহে সোমবার ও মঙ্গলবার বন্ধ নবান্ন; রাজ্যে বাড়ল করোনায় সুস্থতার হার, সঙ্গে আরও খবর
Continues below advertisement
আনলক ৩-র প্রথম দিনে রাজ্যে করোনা আক্রান্ত ও মৃত্যুতে রেকর্ড। বাড়ল সুস্থতার হার। করোনা সংক্রমণ ও মৃতের নিরিখে শীর্ষে কলকাতা। করোনা আক্রান্তের হাসপাতালে ভর্তিতে ফের হয়রানি। সময়ে অক্সিজেন না মেলায় রোগীমৃত্যুর অভিযোগ বেহালার হাসপাতালে। করোনা আবহে সোমবার ও মঙ্গলবার বন্ধ নবান্ন। প্রয়াত রাজ্যসভার সাংসদ অমর সিংহ। ভাইজ্যাকে ক্রেন ভেঙে মৃত ১১। ১০১-এ পা দিল লাল-হলুদ। লাল-হলুদকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর।
Continues below advertisement
Tags :
Amar Singha Passed Away ABP News Live Bengali Fatafat ABP Ananda LIVE Corona In Bengal Corona East Bengal Behala Abp Ananda Nabanna