ফটাফট: আপাতত স্থিতিশীল কোভিড-১৯ আক্রান্ত দিলীপ ঘোষ, করোনায় রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ, সঙ্গে অন্য খবর

Continues below advertisement

ফের বউবাজারে আগুন আতঙ্ক। রাত ৩ টেয় আগুন লাগল এলআইসি বিল্ডিংয়ের চারতলায়। অগ্নিদগ্ধ তিন। আগুন লাগার কারণ জানতে আজ ঘটনাস্থানে যাবে ফরেন্সিক দল। গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের যে বহুতলে শুক্রবার রাতে আগুন লাগে, সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ছিল না আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার বন্দোবস্তও, জানাল দমকল।  করোনায় ফের একবার কলকাতাকে টেক্কা উত্তর ২৪ পরগনার। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৯২ জন। দেশের ভৌগলিক বিস্তার ও বৈচিত্র্য অনুযায়ী ভ্যাকসিন মজুত ও বণ্টন করতে হবে। হাতে এলেই পৌঁছে দিতে হবে দেশের বিভিন্ন প্রান্তে। ভ্যাকসিন বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বৈঠকে বার্তা প্রধানমন্ত্রীর। স্থিতিশীল হলেও আচ্ছন্নভাব কাটেনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। নিয়ন্ত্রণে সংক্রমণ, মস্তিষ্ক পুরোপুরি সক্রিয় হতে লাগবে সময়। এনসেফ্যালোপ্যাথির প্রভাব কাটলেই হাসপাতাল থেকে মুক্তি। আপাতত স্থিতিশীল করোনা আক্রান্ত দিলীপ ঘোষ। অন্যদিকে ছত্রধর মাহাতোর করোনা রিপোর্ট নিয়ে সংশয় প্রকাশ এনআইএর।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram