ফটাফট: আজ দার্জিলিংয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, যাবেন সিকিমেও ও অন্য খবর

Continues below advertisement

আজ মহাঅষ্টমী। ষোড়শ উপাচারে চলছে দেবীর পুজো, বিধি মেনে পুষ্পাঞ্জলি। যোগ্য সঙ্গত দিয়েছে আবহাওয়াও। নিম্নচাপের কালো মেঘ কেটে ঝলমলে হয়েছে আকাশ। এবিপি আনন্দের শিল্প ভাবনায় সেরা টালা বারোয়ারি, সঙ্ঘতিতে সন্তোষপুর লেকপল্লি। এবিপি আনন্দের নির্মাণে সেরা চোরবাগান সর্বজনীন। প্রযুক্তি ভাবনায় সেরা সাহাপুর সর্বজনীন। মণ্ডপের মধ্যেই মিলনক্ষেত্র মেলা। এবিপি আনন্দের মিলন ভাবনায় সেরা বেলেঘাটা ৩৩ পল্লি। পুজোয় মেতেছেন মন্ত্রী, সাংসদরা। একডালিয়ায় সংকল্প সুব্রতর, পাড়ার পুজোয় কল্যাণ। রাজু বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয় ঢাক বাজালেন বাবুল। মুম্বইয়ের বিভিন্ন পুজোতেও চলছে ভার্চুয়াল অঞ্জলি। এবার কালীঘাটে গিয়ে আর বিজয়া নয়। করোনা আবহে সিদ্ধান্ত ঘোষণা তৃণমূলের। দূর থেকে বিজয়ার শুভেচ্ছা জানান, আর্জি তৃণমূল মহাসচিবের। দেশে ফের কমল দৈনিক মৃত্যু, সংক্রমণ। রাজ্যে চিন্তা বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা চিত্র। নভেম্বরেই করোনার দেশীয় টিকা কোভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল শুরু, খবর স্বাস্থ্যমন্ত্রক সূত্রে। বিহারের ভোট প্রচারে নরেন্দ্র মোদি, আক্রমণে রাহুল গাঁধী। আজ দার্জিলিংয়ে আসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। যাবেন সিকিমেও। উদ্বোধন করবেন একটি প্রকল্পেরও। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কপিল দেব। উৎসবের আবহেও করোনা-সতর্কতা ভুললে চলবে না,  বার্তা বিজ্ঞান মঞ্চের। সাধারণ মানুষকে দেওয়া হবে মাস্ক, স্যানিটাইজার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram