ফটাফট: চাইবাসা মামলায় লালু প্রসাদের জামিন, চলতি অর্থবর্ষে দেশের জিডিপি সংকোচন ৯.৫ শতাংশ? অন্য খবর
চলতি অর্থবর্ষে দেশের জিডিপি সংকুচিত হতে পারে সাড়ে ৯ শতাংশ। পূর্বাভাস রিজার্ভ ব্যাঙ্কের। মুদ্রাস্ফীতি সত্ত্বেও সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত। মণীশ খুনে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ৪ তারিখ নয়, তার আগের দিন বিজেপির মিছিলেই মণীশ শুক্লকে মারার পরিকল্পনা ছিল আততায়ীদের।
বিজেপির কর্মসুচিতে যোগ দেওয়ায় বীরভূমে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৯ লক্ষ পার। তবে কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কমল দৈনিক সুস্থতাও। চাইবাসা মামলায় জামিন পেলেন লালু প্রসাদ যাদব। তবে জামিন পেলেও জেলেই থাকবেন বেহালার প্রাক্তন মুখ্যমন্ত্রী।
টেলিফোনের টাওয়ার বসানোর নামে আর্থিক প্রতারণা। সল্টলেকে গ্রেফতার ৫। অন্যদিকে বিশ্বে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। তবে আমেরিকায় বাড়ল দৈনিক সংক্রমণ।