ফটাফট: ফরিদাবাদে কলেজের সামনেই ছাত্রীকে গুলি করে খুনের ঘটনায় তদন্ত শুরু সিটের, সঙ্গে অন্য খবর
করোনা আবহে আজ বিহারে বিধানসভার ৭১টি আসনে ভোটগ্রহণ। ভাগ্য নির্ধারণ হবে ১ হাজার ৬৬ জন প্রার্থীর। "ভঙ্গুর অর্থনীতিতে দুর্ভোগে জনতা," বিহারের ভোটের আগে মোদিকে খোঁচা সনিয়ার। পাল্টা কটাক্ষ মোদির।
মুখে মাস্ক, থার্মাল স্ক্রিনিং, স্যানেটাইজার অচেনা ভোট বিহারের। ঔরঙ্গাবাদে মিলল জোড়া আইইডি। নিস্ক্রিয় করল সিআরপিএফ। বিধি মানুন, ভোটারদের সাবধানতা অবলম্বন করতে বলে ট্যুইট প্রধানমন্ত্রীর। ট্যুইট রাহুল গাঁধীরও।
তিনি লিখেছেন, এবার ন্যায়, রোজগার এবং কৃষক-মজদুরদের জন্য কেবলমাত্র মহাজোটের পক্ষেই হোক আপনার ভোট।
হরিয়ানার ফরিদাবাদে কলেজের সামনেই ছাত্রীকে গুলি করে খুন। লাভ জিহাদের অভিযোগ। পরিবারের। গ্রেফতার মূল অভিযুক্ত সহ কয়েকজন। খুনের তদন্তে নামল সিট। উত্তরপাড়া ও কোন্নগরে বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বাজানোর ঘটনায় গ্রেফতার ১০। সকালে সল্টলেকে এফডি ব্লকে আগুন লেগে পুড়ে ছাই মণ্ডপ। আজই ছিল বিসর্জনের কথা।