ফটাফট: একুশের রণকৌশলে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর বৈঠক, পুলিশের নিরপেক্ষতা নেই, জওয়ানের শেষকৃত্যে বিজেপি সাংসদকে আটকানো নিয়ে ট্যুইট রাজ্যপালের, সঙ্গে আরও খবর

একুশের রণকৌশলে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর বৈঠক। নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনা। বৈঠকের আগে মালব্যদের সফর নিয়ে দাবি দিলীপের। রাজনীতি হয় মাঠে নেমে, পাল্টা সৌগত। 
বিধানসভা ভোটে আসন ফর্মুলা ও যৌথ কর্মসূচি নিয়ে আজ বৈঠকে বাম-কংগ্রেস। সংখ্যালঘুদের মন বুঝতে ফুরফুরা শরীফে অধীর-মান্নান। লাভ হবে না, মানুষ চায় বিজেপিকে, দাবি দিলীপের। 
পুলিশের নিরপেক্ষতা নেই। ডিজি-স্বরাষ্ট্র দফতর রিপোর্ট দিক। জওয়ানের শেষকৃত্যে বিজেপি সাংসদকে আটকানো নিয়ে ট্যুইট রাজ্যপালের। সাংসদ বাধা পেলে দেখবে সংসদ, উনি কেন? প্রশ্ন সৌগতর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola