ফটাফট: না ফেরার দেশে পাড়ি সৌমিত্র চট্টোপাধ্যায়ের, আজ নীতীশ কুমারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ, সঙ্গে অন্য খবর

শেষ ৪০ দিনের লড়াই। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবার বেলা সোয়া ১২টায় বেলভিউতে জীবনাবসান। বয়স হয়েছিল ৮৫ বছর। কেওড়াতলা শ্মশানে গান স্যালুটে চিরবিদায় জানানো হয়। ৩০০-রও বেশি ছবিতে অভিনয়। দাপিয়ে বেড়িয়েছেন মঞ্চে। কবিতা লেখা থেকে পত্রিকা সম্পাদনা। বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায়। ছয় দশকের অভিনয় জীবনের অবসান। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর। মৃত্যুর খবর পেয়েই বেলভিউ হাসপাতালে যান তিনি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। শোকবার্তা এক ফ্রান্স থেকেও। শোকপ্রকাশ অমিতাভ বচ্চনের। যেন বাবাকে হারালেন, স্মৃতিচারণায় সব্যসাচী চক্রবর্তী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে মন ভালো নেই তাঁর জন্মস্থান কৃষ্ণনগরের। ভারাক্রান্ত রঘুনাথপুর। পাশাপাশি, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৫১। আজ নীতীশ কুমারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ। দিল্লির বহু এলাকাতে দেদার বাজি পুড়েছে, বেড়েছে দূষণ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola