ফটাফট: শীতের প্রাক্কালে বৃষ্টির ভ্রূকুটি, কাশ্মীরে হামলার পর মোদির নিশানায় পাকিস্তান, সঙ্গে অন্য খবর

গরু পাচার মামলায় সিবিআইয়ের জালে বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার। টানা সাত ঘণ্টা জেরার পর গ্রেফতার এড়িয়ে যাচ্ছিলেন, খবর সিবিআই সূত্রে। আধিকারিকই। সিবিআই সূত্রের দাবি, ২০১৭ সালে মুর্শিদাবাদে কর্মরত থাকার সময়ে গোরু পাচার কাণ্ডে ধৃত এনামুল শেখের সঙ্গে যোগ ছিল সতীশ কুমারের। রাজধানীতে বড়সড় নাশকতার ছক বানচাল। দিল্লি পুলিশের হাতে গ্রেফতার ২ জইশ জঙ্গি। উদ্ধার বিস্ফোরক, নথি। ধৃত জইশ জঙ্গিরা কোথায় নাশকতার ছক কষেছিল, জানার চেষ্টা করছে দিল্লি পুলিশ। কর্ণাটকে ধৃত লস্কর জঙ্গির ৮ দিনের এনআইএ হেফাজত। বাংলা দখলে পাঁচ কেন্দ্রীয় নেতার বিশেষ দল। বিজেপির মেদিনীপুরের দায়িত্বে সুনীল দেওধর, কলকাতায় দুস্মন্ত গৌতম, রাঢ়বঙ্গ জোনে বিনোদ সোনকর, উত্তরবঙ্গের দায়িত্বে হরিশ দ্বিবেদী। ১৮ নভেম্বর থেকে ৫ জেলা সফরে বিজেপির ৫ কেন্দ্রীয় নেতা। রিপোর্ট পাওয়ার পর ৩০য়ে আসতে পারেন অমিত শাহ। ভরসা নেই বাংলার নেতাদের ওপর, কটাক্ষ তৃণমূলের। শুভেন্দুকে আটকাতে তৎপর তৃণমূল। দায়িত্বে দুই সাংসদ। একজনের সঙ্গে গোপন বৈঠক। অভিষেক, প্রশান্ত নিয়ে আপত্তি মন্ত্রীর, ফের বৈঠকের সম্ভাবনা। দলেই থাকবেন, দাবি সৌগতর। শীতের প্রাক্কালে বৃষ্টির ভ্রূকুটি। কাশ্মীরে হামলার পর মোদির নিশানায় পাকিস্তান। আমেরিকার ভাবী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদি। কলকাতায় কালীপুজোর উদ্বোধন করে বাংলাদেশে মৌলবাদীদের রোষে শাকিব। খুনের হুমকির মুখে শেষ পর্যন্ত নতি স্বীকার। অভিযুক্ত গ্রেফতার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola