ফটাফট: ‘মনমোহনের দিক থেকে কোনও বিপদ ছিল না রাহুলের, তাই প্রধানমন্ত্রী করেছিলেন সনিয়া’, আত্মজীবনীতে বিস্ফোরক ওবামা

Continues below advertisement

নজরে একুশের বিধানসভা ভোট। সেই ভোটের রণকৌশল স্থির করতে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আজ বৈঠক। কলকাতায় পা রেখেই কার্যত হুঙ্কার দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের। তৃণমূল অবশ্য বিজেপির বৈঠককে গুরুত্ব দিতে নারাজ। তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে সরব মুর্শিদাবাদের হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। প্রশান্ত কিশোর তাঁর কাজ করবেন, আমরা আমাদের। পাল্টা বক্তব্য জেলা সভাপতির। সিব্বলের পর এবার আরজেডির নিশানায় রাহুল গাঁধী। আজ থেকে উত্তর আরব সাগরে মালাবার মহড়ার দ্বিতীয় ধাপ। "মনমোহনের দিক থেকে কোনও বিপদ ছিল না রাহুলের, তাই ওঁকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন সনিয়া গাঁধী," ফের বিস্ফোরক বারাক ওবামা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram