ফটাফট: অ্যাম্বুল্যান্সের দৌরাত্ম্য কমাতে ভাড়া বাঁধল রাজ্য, কলকাতা-সহ শহরতলিতে সর্বোচ্চ ৩ হাজার টাকা ভাড়া, সঙ্গে অন্য খবর

Continues below advertisement

সাতসকালে বেলেঘাটায় ক্লাবঘরে বিস্ফোরণ। ভাঙল দেওয়াল, উড়ল অ্যাসবেস্টসের ছাদ। প্রায় ৪০ ফুট দূরে ছিটকে পরে ইটের টুকরো। দেখা মেলেনি ক্লাবের সদস্যদের। ক্লাবঘরে বোমা মজুত করা ছিল কিনা, খতিয়ে দেখছে বেলেঘাটা থানার পুলিশ। ভালো নেই সৌমিত্র চট্টোপাধ্যায়। শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। কাটেনি আচ্ছন্ন ভাব, অস্থির অবস্থা। করোনায় রাজ্যে ফের বাড়ল মৃত্যু, সামান্য কমল সংক্রমণ। রাজ্যে একদিনে আক্রান্ত ৩ হাজার ৫৮৩। মৃত্যু হয়েছে ৬০ জনের। মৃতের সংখ্যা বেড়ে হল ৫ হাজার ৬৮২। কলকাতা। ফের কলকাতায় অ্যাম্বুল্যান্স দৌরাত্ম্য। বিএম বিড়লা থেকে সিএমআরআই, এই ৩০০ মিটার পথ যেতে ৬ হাজার টাকা ভাড়া গুণতে হল করোনা আক্রান্তের পরিবারকে। কলকাতা-সহ শহরতলিতে ৩ হাজারের বেশি নেওয়া যাবে না অ্যাম্বুল্যান্সের ভাড়া। এসি থাকলে কিলোমিটারে ২৫ টাকা না হলে ২০, স্বাস্থ্যকমিশনের সঙ্গে হাসপাতালের বৈঠকে সিদ্ধান্ত। এবার দেড় হাজার টাকায় পরীক্ষা, ঘোষণা সরকারের। বেড না থাকলেও রোগী ফেরাতে পারবে না হাসপাতাল, বৈঠকে সিদ্ধান্ত। ব্রাজিলে কমল করোনায় দৈনিক সংক্রমণ। করোনাকালে পুজোর ঢাকে কাঠি। চেতলা অগ্রণীতে দেবীর চক্ষুদান মুখ্যমন্ত্রীর। ১৫ তারিখ থেকে তিনদিন শুরু উদ্বোধন। এত আগে থেকে কেন মাতামাতি? খোঁচা বিরোধীদের। ২২ অক্টোবর পুজো নিয়ে বার্তা দেবেন প্রধানমন্ত্রী। ভার্চুয়াল বৈঠকে পুজো নিয়ে বার্তা দেবেন মোদি। পুজোর আগে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram