ফটাফট: মঙ্গলবার হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের চতুর্থ দফার ডায়ালিসিস, করোনা আক্রান্ত কলকাতা মেডিক্যালের অধ্যক্ষা, সঙ্গে অন্য খবর
আজ রাজ্যে আসছেন অমিত শাহ। বৃহস্পতিবার জঙ্গলমহলের জেলা বাঁকুড়ায় সাংগঠনিক বৈঠক করে কলকাতায় আসবেন তিনি। বিহারের তৃতীয় দফার ভোটের প্রচারে মঙ্গলবার রাতে বাগডোগরায় মোদি। আধঘণ্টা থাকলেন বিমানবন্দরে।
বিহারে ভোটের প্রচার শেষে একদিনের জন্য শিলিগুড়িতে রাহুল গাঁধী। বিহারের দ্বিতীয় দফার নির্বাচনে ভোট পড়ল প্রায় ৫৪ শতাংশ। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গেল। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮১। একদিনে সুস্থ ৪ হাজার ৫৮। উত্তর ২৪ পরগনায় করোনায় একদিনে ১৪ জনের মৃত্যু। করোনা আক্রান্ত কলকাতা মেডিক্যালের অধ্যক্ষা। করোনা আবহে দুর্গাপুজোর মতো বাকি উৎসবেও জারি হোক কড়া বিধিনিষেধ। নিষিদ্ধ হোক বাজি, হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা। করোনা সংক্রমণ রুখতে কালীপুজোয় বাজি ফাটাবেন না, আবেদন রাজ্য সরকারের। বিসর্জনের সময় শোভাযাত্রা না করার অনুরোধ। জট কাটাতে মুখ্যমন্ত্রীর ডাকে নবান্নে বৈঠক। সদর্থক আলোচনা, কথা হয়নি গুরুঙ্গ নিয়ে, দাবি তামাঙ্গয়ের। পটাশপুরের সভা থেকে ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী। জেলে পটাশপুরে বিজেপি কর্মীর রহস্য়মৃত্যু, হাইকোর্টে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ বহাল। করতে হবে নিরবিচ্ছিন্ন ভিডিওগ্রাফি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা একইরকম। গতকাল তাঁর চতুর্থ ডায়ালিসিস হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, প্রবীণ অভিনেতার শরীরে নতুন করে অভ্যন্তরীন রক্তক্ষরণ হয়নি। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্থিতিশীল।