ফটাফট: সব গুরুত্বপূর্ণ খবর দেখে নিন ফটাফট

Continues below advertisement

জল্পনার অবসান। মন্ত্রিত্বের পর এবার TMC-র MLA পদ ছাড়লেন শুভেন্দু অধিকারী। অধ্যক্ষ না থাকায় বিধানসভার রিসিভ সেকশনে জমা দিলেন ইস্তফাপত্র। খতিয়ে দেখে সিদ্ধান্ত, জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিশ্বাসঘাতক শুভেন্দু, তোপ সৌগতর। বিজেপিতে এলে স্বাগত, প্রতিক্রিয়া দিলীপের। বাকি দুষ্ট গরুরাও চলে যাক, কটাক্ষ কল্যাণের। গণ আন্দোলনের পক্ষে শুভ, মন্তব্য মুকুলের। বিক্ষুব্ধ নেতাদের উদ্দেশে কড়া বার্তা মমতার। ইস্তফার পরেই বেসুরো সংসদ সুনীল মণ্ডলের বাড়িতে শুভেন্দু, হাজির জিতেন্দ্র তিওয়ারি, কালনার তৃণমূল বিধায়ক-সহ একাধিক বিক্ষুব্ধ নেতা। ইস্তফার পরেই নন্দীগ্রামে খোলা হল শুভেন্দুর বিধায়ক কার্যালয়ের বোর্ড। ক্ষোভ মেটাতে উত্তরবঙ্গ থেকে জিতেন্দ্রকে ফোন মমতার। ১৮ ডিসেম্বর বৈঠক। পদ কাড়তে চাইলে তৈরী, সুর চড়ালেন জিতেন্দ্র। দল থেকে ইস্তফা দিলেন দাঁতনের তৃণমূল নেতা। এবার তৃণমূল কংগ্রেস ছাড়ার ইঙ্গিত উত্তর ২৪ পরগনার আরও এক জেলা কর্মাধ্যক্ষের। একুশের ভোট প্রস্তুতি পর্যালোচনা করতে রাজ্যে এলেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন। আজ প্রেসিডেন্সি, বর্ধমান ও মেদিনীপুরের জেলাশাসক ও পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক। সরকারি না বেসরকারি তহবিল? পিএমকেয়ার্স নিয়ে ফের নয়া বিতর্ক। রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ২ হাজার ২৯৩, মৃত ৪৬। সুস্থতার হার বেড়ে প্রায় সাড়ে ৯৫ শতাংশ। চিন্তায় রেখেছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। এবার বাংলাতেও জেইই মেইন, পরীক্ষা হবে ১৩টি ভাষায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram