ফটাফট: সব ধরনের বাজি নিষিদ্ধ করল ওড়িশা সরকার, লাস্ট ল্যাপেও হাড্ডাহাড্ডি মার্কিন মুলুকে, সঙ্গে অন্য খবর
হাড্ডাহাড্ডি লড়াই মার্কিন মুলুকে। হোয়াইট হাউস দখলের লক্ষ্যে জোর টক্কর। ফের দেশে দৈনিক মৃত্যু এবং সংক্রমণ বাড়ল। ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬ হাজারের বেশি। মৃতের সংখ্যা বেড়ে ৫১৪। করোনায় আক্রান্তের সংখ্যা ৮৩ লক্ষ পার। সুস্থ সাড়ে ৭৬ লক্ষের বেশি। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গেল। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮১। একদিনে সুস্থ ৪ হাজার ৫৮। উত্তর ২৪ পরগনায় করোনায় একদিনে ১৪ জনের মৃত্যু। আক্রান্ত ৮৬২ জন। করোনা আক্রান্ত কলকাতা মেডিক্যালের অধ্যক্ষা। ভর্তি কলকাতা মেডিক্যাল হাসপাতালেই।
করোনা আবহে দুর্গাপুজোর মতো বাকি উৎসবেও জারি হোক কড়া বিধিনিষেধ। নিষিদ্ধ হোক বাজি, হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা। করোনা সংক্রমণ রুখতে কালীপুজোয় বাজি ফাটাবেন না, আবেদন রাজ্য সরকারের। বিসর্জনের সময় শোভাযাত্রা না করার অনুরোধ। করোনা আবহে সব ধরনের বাজি নিষিদ্ধ করল ওড়িশা সরকার।
আজ ফের রেল-রাজ্য বৈঠক। লোকাল ট্রেন চালুর দাবিতে হুগলির হিন্দমোটরে বিজেপির বিক্ষোভ। আজ রাজ্যে আসছেন অমিত শাহ।
বৃহস্পতিবার জঙ্গলমহলের জেলা বাঁকুড়ায় সাংগঠনিক বৈঠক করে কলকাতায় আসবেন তিনি। পার্ক সার্কাস থেকে গ্রেফতার ২। ফোর্ট উইলিয়ামের সামনে রেড রোডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে কন্টেনার বোঝাই ট্রেলার। অল্পের জন্য রক্ষা চালকের। সকাল ৬টা নাগাদ রেড রোডের রাজভবনগামী লেনে দুর্ঘটনা ঘটে।
হেমন্তে হিমের পরশ। কলকাতায় কমল তাপমাত্রা।