টিটাগড়ে BJP-র কার্যালয় পুড়ে ছাই, তৃণমূলের দিকেই আক্রমণের তির গেরুয়া শিবিরের

Continues below advertisement

উত্তর ২৪ পরগনার Titagarh-এ BJP অফিসে আগুন। গতকাল রাতে এই ঘটনা ঘটে। BJP-র দাবি, Titagarh থানা এলাকার বাবনপুরে তাদের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন কিছুক্ষণের চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে কার্যালয়। তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ BJP-র। তৃণমূলের দাবি, তাদের কেউ ঘটনার সঙ্গে জড়িত নয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram