BJP Leader Attack At Baranagar: বরানগরে BJP নেতার বাড়িতে আচমকা 'হামলা', অভিযোগের তীর TMC-র দিকে

Continues below advertisement
বরানগরে (Baranagar) বিজেপি নেতার বাড়িতে 'হামলা'। বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি। গতকাল রাত ১১টার পর ওই বিজেপি নেতার কাছে অচেনা একটি নম্বর থেকে ফোন আসে। তাকে সেই সময় বাড়ির নিচে নামতে বলা হলে তিনি অস্বীকার করেন। বাড়ির সামনে ডাকাডাকি করা হলেও তিনি নামেননি। সেই সময় আচমকাই তিন দুষ্কৃতী তার বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। হতাহতের কোনও খবর নেই।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram