K.D.Singh Arrested: নারদ কাণ্ডে নাম উঠে আসা কে ডি সিংহ এবার গ্রেফতার আর্থিক কেলেঙ্কারিতে

বেআইনি আর্থিক লেনদেনের মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ কে ডি সিংহের (K.D.Singh) গ্রেফতারি নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। তবে কে ডি সিংহকে নিয়ে রাজনীতিতে তোলপাড় এই প্রথম নয়। ২০১৬ সালে নারদ কাণ্ডে (Narad Scam) উঠে আসে কে ডি সিংহের নাম। নারদ কাণ্ডের ফুটেজে দেখা গিয়েছিল তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদদের। কে ডি সিংহও তখন তৃণমূলেরই সাংসদ। নারদ নিউজের তৎকালীন সিইও ম্যাথু স্যামুয়েল (Mathew Samuel) দাবি করেছিলেন, কে ডি সিংহের নির্দেশে এবং তাঁর দেওয়া টাকাতেই স্টিং অপারেশন করেছিলেন তিনি।

কেন্দ্রীয় সংস্থা ইডি সূত্রে দাবি, কে ডি সিং যে সংস্থার মালিক সেই অ্যালকেমিস্টের একটি সংস্থা বিভিন্ন বেআইনি স্কিম দেখিয়ে বাজার থেকে প্রায় ১৯০০ কোটি টাকা তুলেছে। এর মধ্যে দেড়শো থেকে দু’শো কোটি টাকার হিসেব মেলেনি। এই টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে গোয়েন্দাদের সন্দেহ। এছাড়া অ্যালকেমিস্টের আরও বিভিন্ন সংস্থা বাজার থেকে প্রচুর টাকা তুলেছে। ইডি সূত্রে দাবি, এই মোট পরিমাণ প্রায় দশ হাজার কোটি টাকা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola