West Bengal Election 2021: ভোট করতে কতটা প্রস্তুত রাজ্য, খতিয়ে দেখতে আজই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
Continues below advertisement
বুধবার বিকেলেই কলকাতায় পা রাখবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার-সহ সম্পূর্ণ বেঞ্চ রাজ্যে আসছে। এর পরেই মুখ্য নির্বাচনী আধিকারিক ও কমিশনের অন্যান্য কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। সঙ্গে থাকবেন স্টেট পুলিশের নোডাল অফিসার তথা এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিংহ। ভোট প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠবে আলোচনা হবে। আগামীকাল দশটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে কমিশন। এছাড়াও নির্বাচনের সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকদের সঙ্গেও বৈঠক হবে। এছাড়াও জেলাশাসক, পুলিশকর্তা ও রাজ্য সরকারের বিভিন্ন সচিবদের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ।
Continues below advertisement
Tags :
Bengal Election Election Commission Of India ABP Ananda LIVE Ec Abp Ananda West Bengal Elections With ABP Ananda BJP TMC West Bengal Elections 2021