Gangasagar Mela: সাগর-পারে নজরদারি, Corona আবহে গঙ্গাস্নান করতে আসা পুন্যার্থীদের ভিড় অনেকটাই কম

Continues below advertisement

মকর সংক্রান্তিতে (Makar Sankranti) গঙ্গাসাগরে পুণ্যস্নান। চলছে উপকূলরক্ষাবাহিনী, নৌবাহিনীর টহলদারি। প্রস্তুত রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (National Disaster Response Force)। গঙ্গাসাগরের সমুদ্রতটে বহু মানুষ স্নান করছেন ঠিকই, কিন্তু করোনা (Corona) আবহে এবার গঙ্গাসাগরে ভিড়ের ছবিটা অন্যবারের তুলনায় অনেকটাই আলাদা। নেই ভিড়। রাজ্যের বাইরে থেকে আসা মানুষের সংখ্যা অনেকটা কম।

মহামারীর আবহে গঙ্গাসাগর মেলায় ভিড় নিয়ন্ত্রণ নিয়ে আশঙ্কা প্রকাশ করে, জনস্বার্থ মামলা দায়ের করেন অজয় দে নামে এক ব্যক্তি। সাগর মেলা প্রাঙ্গণ ও বাবুঘাটে মেলার মাঠকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করার আর্জি জানানো হয়। করোনা আবহে মেলার আয়োজনে, সরকার কী ধরনের সাবধানতা অবলম্বন করছে, তা জানতে চেয়ে রাজ্য সরকারের কাছে হলফনামা চেয়ে পাঠায় কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, এবার গঙ্গাসাগর মেলা হবে অনেক ছোট। বুধবার শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, এবার অনেক কম সংখ্যক মানুষ মেলায় অংশগ্রহণ করছেন। গতবারের তুলনায় মাত্র দশ শতাংশ মানুষ এবার এসেছেন । সাগরের জল বদ্ধ নয়, বহমান। সেক্ষেত্রে করোনা ছড়ানোর আশঙ্কা অনেক কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা । শেষ অবধি হাইকোর্ট শর্তস্বাপেক্ষে গঙ্গাসাগর মেলা ও স্নানে ছাড়পত্র দিলেও, প্রধান বিচারপতির বেঞ্চ ই-স্নানে সবচেয়ে বেশি জোর দিয়েছেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram