কেন এ রাজ্যে এখনও চালু হল না ‘আয়ুষ্মান ভারত’? প্রশ্ন রাজ্যপালের, 'যারা আষুষ্মান নিয়েছে তাদের কি কোভিড নিয়ন্ত্রণে?', পাল্টা তৃণমূল
Continues below advertisement
আয়ুষ্মান ভারত থেকে কিষাণ সম্মান নিধি, কেন্দ্রের প্রকল্প রাজ্যে চালু না করা নিয়ে ফের সরকারকে আক্রমণ রাজ্যপালের। আয়ুষ্মান ভারত গ্রহণ করলে কি কোভিড পরিস্থিতির উন্নতি হবে? পাল্টা প্রশ্ন তৃণমূলের। ফলে পাহাড় সফরের শুরুতেই ফের রাজ্যের সঙ্গে সংঘাতে রাজ্যপাল। একমাসের পাহাড় সফরের আগে একাধিক ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল। রাজ্যপালের সব কথা ভিত্তিহীন, দায়িত্বজ্ঞানহীন, পাল্টা সৌগত রায়।
Continues below advertisement
Tags :
Ayusman Bharat Sougata Roy Jagdeep Dhankar ABP Ananda LIVE Governor Law And Order Darjeeling Abp Ananda Bengal