' যা অবস্থা আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি', বাবুল সুপ্রিয়ের পর রাজ্যে রাষ্ট্রপতিশাসন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপালের!
পাহাড়ে ওঠার আগেই দার্জিলিংয়ের জেলাশাসক-পুলিশ সুপারকে হুঁশিয়ারি রাজ্যপালের। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তুলোধনা করে রাষ্ট্রপতিশাসন নিয়েও এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল জগদীপ ধনকড়ের গলায়। এক্তিয়ার বর্হিভূত কাজ করছেন। পাল্টা বলল তৃণমূল। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে সম্প্রতি বিজেপির একাধিক নেতার মুখে ঘুরে ফিরে এসেছে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির কথা! বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল! আর এই প্রেক্ষাপটে রবিবার রাষ্ট্রপতিশাসন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য জগদীপ ধনকড়ের গলায়।
Tags :
Presidential Rule Jagdeep Dhankar ABP Ananda LIVE Governor Law And Order Darjeeling Abp Ananda Bengal