Burdawan: 'বাংলার থেকে যেন ভোট-হিংসা দূর হয়', বর্ধমানে ১০৮ শিব মন্দিরে প্রার্থনা রাজ্যপালের
বর্ধমানের ১০৮ শিব মন্দিরে পুজো দিলেন সস্ত্রীক রাজ্যপাল। সকালে পুজো দেওয়ার পর জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) বলেন, 'নতুন বছরে নতুন বছরে যেন বাংলা থেকে ভোট-হিংসা দূর হয়, পশ্চিমবঙ্গে যেন আবারও শান্তি ফিরে আসে সেই প্রার্থনাই করেছি'। রাজ্যপাল বলেন, '২০২১ রাজ্যের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বছর হতে চলেছে। প্রার্থনায় দেশের বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছি'।