একুশের নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ কে? ‘সিদ্ধান্ত নেবেন বিধায়করা’, মন্তব্য কৈলাসের, ‘দিবাস্বপ্ন বিজেপির’, কটাক্ষ সুব্রতর
Continues below advertisement
‘সবাই মিলে নির্বাচন লড়বে। মোদিজির নেতৃত্বে বাংলায় সরকার গঠন হবে। বাংলার নেতৃত্বে কে, সিদ্ধান্ত নেবেন বিধায়করা। মুখ্যমন্ত্রী কে হবে সব বিধায়ক নির্ণয় করবেন। এখানে দিলীপ, মুকুল, রাহুল পুরো টিম। এটা যৌথ নেতৃত্ব। সবাই মিলে এখানে নির্বাচনে লড়বে।’ মন্তব্য রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়র। দিবাস্বপ্ন দেখছে বিজেপি, পাল্টা সুব্রত মুখোপাধ্যায়।
Continues below advertisement
Tags :
ABP Ananda LIVE Subrata Mukherjee Abp Ananda Narendra Modi BJP TMC Dilip Ghosh Kailash Vijayvargiya