Halisahar Murder: অগ্নিগর্ভ বীজপুর থানা, 'পরিকল্পিত হামলা', সরব শুভ্রাংশু, 'নব্য বনাম পুরাতন বিজেপি', পাল্টা তৃণমূল

Continues below advertisement
হালিশহরে বিজেপি নেতা খুনে অগ্নিগর্ভ পরিস্থিতি বীজপুর থানা এলাকা। বিজেপি-পুলিশ ধ্বস্তাধস্তি। বুথ সভাপতি খুনে গ্রেফতার ৩। ধৃত ৩ জন তৃণমূল কর্মী। এমনটাই খবর পুলিশ সূত্রে। FIR-এ চার জনের নাম ছিল। এমনটাই পুলিশ সূত্রে খবর। গৃহসম্পর্ক অভিযান চলার সময় হামলা হয় বিজেপি কর্মীদের ওপর। এই ঘটনায় কাঠগড়ায় তৃণমূল। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন। পাল্টা শাসক দল। এই ঘটনার প্রেক্ষিতে বিধায়ক তথা বিজেপি নেতা শুভ্রাংশু রায় বলেন, 'এরপর আমরা আর সহ্য করব না। এটা পরিকল্পিত হামলা।' এই ঘটনা প্রসঙ্গে আবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, 'এটা নব্য বিজেপির সঙ্গে পুরাতন বিজেপির লড়াই।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram