Mamata Banerjee at Visva-Bharati: বিশ্বভারতীতে ঘৃণ্য-বিদ্বেষমূলক রাজনীতির আমদানি করা হচ্ছে, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

Continues below advertisement
‘বিশ্বভারতী, শান্তিনিকেতনের অপমান করা হচ্ছে। বিশ্বভারতীতে ঘৃণ্য-বিদ্বেষমূলক রাজনীতির আমদানি করা হচ্ছে।’ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। 
‘নতুন করে সোনার বাংলার স্বপ্ন দেখানোর দরকার নেই। সোনার বাংলার স্রষ্টা রবীন্দ্রনাথই’। বোলপুরের জনসভায় দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
অমিত শাহর রোড শোয়ের ৯ দিনের মাথায় বোলপুরে বর্ণাঢ্য পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর একটা পনেরো নাগাদ বোলপুর লজ মোড় থেকে শুরু হয় পদযাত্রা। তৃণমূলনেত্রীর মিছিলে ছিল দুটি ট্যাবলো। সেখানে ইন্দ্রনীল সেনের নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন লোকশিল্পীরা। জামবুনিতে শেষ হয় তৃণমূলনেত্রীর পদযাত্রা। সেখানে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেখানেই পথসভা করেন তিনি। মমতার পদযাত্রা উপলক্ষ্যে রাস্তায় তৈরি হয় একাধিক তোরণ, সেগুলি বেলুন দিয়ে সাজানো হয়। গোটা এলাকা ছেয়ে গিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের কাটআউটে। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram