শিরোনাম :আজ বিজেপির নবান্ন অভিযান, জীবাণুমুক্তের জন্য নবান্ন বন্ধের সরকারি নির্দেশকে কটাক্ষ দিলীপের, পাল্টা তৃণমূল
Continues below advertisement
আজ বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান। চার জায়গা থেকে মিছিল। নবান্ন অভিযান কর্মসূচিতে আপত্তির কথা জানিয়ে বিজেপি যুব মোর্চাকে চিঠি স্বরাষ্ট্র দফতরের। যেখানে উল্লেখ, মহামারী আইন, সুপ্রিম কোর্টের শাহিনবাগ-রায়ের কথা। এদিকে করোনা আবহে জীবাণুমুক্ত করার জন্য আজ ও আগামীকাল বন্ধ থাকছে নবান্ন। অফিসার ও কর্মচারীদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 'এবার পুরো বন্ধ হয়ে যাবে নবান্ন', কটাক্ষ দিলীপের। 'স্বপ্ন দেখছেন', পাল্টা সৌগত। শ্যামপুকুরে যুব নেতাকে অপহরণের অভিযোগে হাই কোর্টে মামলা বিজেপির। খুঁজে এনে আদালতের কাছে পেশ করার আর্জি, আজ মামলার শুনানি। পুরনো মামলায় আটক, জানাল পুলিশ।
Continues below advertisement