কোথাও সাহায্য না পেয়ে মৃত্যু, কোথাও ১৭ ঘণ্টা পড়ে মৃতদেহ! করোনা আতঙ্কে রাজ্য জুড়ে অমানবিকতার ছবি
Continues below advertisement
বনগাঁ হাসপাতালে চূড়ান্ত অমানবিকতা। করোনা সন্দেহে দেখেও এগিয়ে এল না কেউ। পড়ে থেকেই মৃত্যু হল ষাটোর্ধ এক ব্যক্তির। বিধি মানতে গিয়ে মানুষ অমানুষ হয়ে যাচ্ছে, মত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। হোম আইসোলেশনে বৃদ্ধের মৃত্যু। মৃত্যুর পর করোনা রিপোর্ট পজিটিভ। বাড়িতেই ১৭ ঘণ্টা পড়ে রইল মৃতদেহ। শ্যামপুকুরে বাড়ির মধ্যেই পড়ে সংজ্ঞাহীন বৃদ্ধা, ৬ ঘণ্টা পড়ে মৃতদেহ উদ্ধার। ফের কলকাতা মেডিক্যাল কলেজে রোগী ভর্তি নিয়ে হয়রানি। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ৩৪১ জন। এখনও বিপজ্জনক করোনা, ‘মন কি বাত’-এ মন্তব্য প্রধানমন্ত্রীর। আজ ল্যাব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিজেপিতেই ছিলাম, থাকব, স্পষ্ট বার্তা মুকুল রায়ের।
Continues below advertisement
Tags :
In Calcutta Medical College And Hospital Patient Harrasment ABP News Live Bengali Headlines ABP Ananda LIVE Corona In Bengal Corona Abp Ananda Kolkata