একইদিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ধোনি-রায়নার, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩০৭৪ – দেখুন ‘শিরোনাম’
স্বাধীনতা দিবসের দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনির অবসর। খেলবেন ২০২০-র আইপিএলে। ধোনির পর অবসর ঘোষণা সুরেশ রায়নারও। 'করোনাকে হারিয়ে আত্মনির্ভর হবে ভারত। তিনটি করোনা ভ্যাকসিনের ট্রায়াল চলছে। কমদামে প্রত্যেক ভারতীয়ের কাছে ভ্যাকসিন পৌঁছানোর রূপরেখা', লালকেল্লায় ঘোষণা প্রধানমন্ত্রীর। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩০৭৪ জন। প্রণব মুখোপাধ্যায় এখনও রয়েছেন ভেন্টিলেশনে, খবর সেনা হাসপাতাল সূত্রে।
Tags :
ABP News Live Bengali Headlines ABP Ananda LIVE Corona Independence Day Mahendra Singh Dhoni Suresh Raina Abp Ananda Narendra Modi