ফুসফুসে সংক্রমণ,কোভিড অস্বস্তি নিয়ে উদ্বেগজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, পাগড়িকাণ্ডে সংঘাত – দেখুন ‘শিরোনাম’

Continues below advertisement

উদ্বেগজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। দ্বিতীয় দফায় হল প্লাজমা থেরাপি। রয়েছে কোভিড-অস্বস্তি। ফুসফুসে ধরা পড়েছে সংক্রমণ। উদ্বিগ্ন চিকিৎসকরা। বেলভিউ সূত্রে খবর। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণে ফের রেকর্ড। ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ হাজার ৬১২, মৃত ৫৯। দৈনিক সংক্রমণ-মৃত্যুতে কলকাতাকে ছাপিয়ে শীর্ষে উঃ ২৪ পরগনা। পাগড়িকাণ্ডে সাম্প্রদায়িক রং চড়ানোর চেষ্টা একটি রাজনৈতিক দলের। ট্যুইট স্বরাষ্ট্র দফতরের। দোষ আড়ালের চেষ্টা, কটাক্ষ দিলীপের। গন্ডগোল পাকানোর চেষ্টা, আক্রমণ তৃণমূলের। আল কায়দা জঙ্গি গ্রেফতার থেকে মণীশ শুক্ল হত্যা। বাংলায় রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি বর্তমান। দাবি বাবুলের। চক্রান্ত করছেন রাজ্যপাল ও বিজেপি, পাল্টা পার্থ। মণীশ-খুনে ৬ দুষ্কৃতীর একজনকে চিহ্নিত করেছে পুলিশ। মণীশের দুই সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করে মিলেছে তথ্য। বিহারে পালিয়ে যাওয়ার আশঙ্কা। বাকিদের খোঁজেও চলছে তল্লাশি। মণীশ খুনে সিবিআই তদন্তের দাবিতে রাজভবনে বিজেপি। বিজেপিকে জড়ানোর চক্রান্ত। মুকুলদের অভিযোগ নিয়ে ট্যুইট রাজ্যপালের। অসাংবিধানিক কাজ করছেন ধনকড়, পাল্টা পার্থ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram